
পথকুকুরও মানছে 'সোশ্যাল ডিস্ট্যান্সিং', আমরা পারছি কি?
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ২৩:০১
kolkata news: রাস্তাঘাট-বাজার সব জায়গাতেই শারীরিকভাবে একজনের সঙ্গে আরেকজনের দূরত্ব বজায় রাখতে নির্দেশ দিচ্ছেন সকলেই। কিন্তু ভারতে শুরু হয়েছে ২১ দিনের লকডাউন। পেটের জন্য তাই রাস্তায় নামতে হচ্ছে মানুষকে, যেতে হচ্ছে বাজার। কিন্তু সেখানে 'সোশ্যাল ডিস্ট্যান্সিং' বজায় রাখা তো দূর, ভিড়ের চোটে একে অন্যের মধ্যে হচ্ছে ধাক্কাধাক্কিও।