
করোনা-থাবায় খাদে বিশ্ব অর্থর্নীতি, পরিত্রাণে ৫ লক্ষ ডলার দেবে G20 দেশগুলি
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ২২:২১
world: করোনা গ্রাসে বিশ্ব অর্থনৈতিক মন্দা মোকাবিলায় রণকৌশল স্থির করতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে বসেছিলের বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিধর ২০টি দেশের সংগঠন G20-র নেতারা। এই বৈঠকে ৫ ট্রিলিয়ন মার্কি ডলার ঢালতে রাজি হয়েছে তারা। করোনা গ্রাসে বিশ্বে মৃতের সংখ্যা ২১২০০ ছাড়িয়ে গিয়েছে।