করোনার দুর্দিনে আলিম দারের দারুণ উদ্যোগ
এনটিভি
প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ২১:১৫
আম্পায়ার হিসেবে আলিম দারের বেশ সুনাম। করোনাভাইরাসের দাপটে এখন খেলা নেই। তারপরও সংবাদ হয়েছেন পাকিস্তানি এ আম্পায়ার। লাহোরে তাঁর একটি রেস্তোরাঁ আছে। তিনি ঘোষণা দিয়েছেন, করোনাভাইরাসের এই দুর্দিনে বেকারদের ফ্রিতে খাওয়াবে তাঁর রেস্তোরাঁ। ক্রিকেট বিষয়ক সাময়িকী ‘দ্য ক্রিকেটার’ ওই তথ্য জানিয়েছে। আলিম দার ঘোষণা দিয়েছেন, করোনার দিনগুলোতে বেকার মানুষদের খেতে দেবে তাঁর রেস্তোরাঁ। তবে এজন্য তিনি কোনো অর্থ নেবেন না। তাঁর রেস্তোরাঁর নাম ‘দার’স ডিলাইটো’। করোনাভাইরাসের কারণে পাকিস্তানসহ বিভিন্ন দেশে নেওয়া হয়েছে লকডাউনের মত সিদ্ধান্ত। যেখানে মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জনসমাগম এড়ানোর মাধ্যমেই ভাইরাসট