জেমস বন্ডের নায়িকা করোনামুক্ত, হাসপাতালে না ভরতি হয়েই!

এইসময় (ভারত) প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ২০:৩২

এই সময় বিনোদন ডেস্ক: বন্ড, জেমস বন্ড। ভিলেনকে কুপোকাত করতে নামটাই কাফি। সাড়ে ছ'দশক ধরে জানা-অজানা শত্রুর হাত থেকে পৃথিবীকে বাঁচিয়ে চলেছেন রুপোলি পর্দার ব্রিটিশ স্পাই, 007। এবার বাস্তবের করোনাকেও কুপোকাত করলেন বন্ড। তবে ঠিক বন্ড নয়। এবার হিরো বন্ড গার্ল। ওলগা কুরেলেনকো।মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়ে জিতলেন এই বন্ড গার্ল। তাও আবার হাসপাতালে ভরতি হয়ে নয়, বাড়িতে থেকেই। অন্তত অভিনেত্রীর এমনটাই দাবি।গত ১৫ই মার্চ সোশ্য়াল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান এই ফরাশি মডেল ও অভিনেত্রী। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন বলেও জানান। ২৫শে মার্চের মধ্য়েই তিনি পুরোপুরি সুস্থ!সোশ্য়াল মিডিয়ায় প্রায় প্রতিদিনই নিজের স্বাস্থ্য়ের খবরাখবর দেন ওলগা। লেখেন, 'আমি এখনও পুরোপুরি সুস্থ। প্রথম সপ্তাহে খুব জ্বর ও মাথাব্য়থা ছিল। বেশিরভাগ সময় বিছানায় বিশ্রাম করেই কেটেছে। দ্বিতীয় সপ্তাহে আর জ্বর ছিল না। কিন্তু একটু সর্দি-কাশির সমস্য়া ছিল। খুব ক্লান্তও লাগছিল। দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে এসে আমি পুরোপুরি ঠিক হয়ে গিয়েছি। সর্দি-কাশির সমস্য়াটাও আর নেই। এখন আমি ছেলের সঙ্গে সময় কাটাচ্ছি।'।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও