kolkata news: বাড়িতে শয্যাশায়ী অসুস্থ স্বামী। পথকুকুরদের প্রতি ললিতা দেবীর ভালোবাসা তাঁকে নিজের সন্তানের থেকেও দূরে সরিয়ে দিয়েছে। মা'কে ছেড়ে চলে গিয়েছেন ছেলে-বউমা-নাতি। তবু, নিজের দায়িত্ব থেকে সরে যেতে পারেননি তিনি। পারেননি শুধু নিজেরটুকু ভাবতে। তাই চেয়েচিন্তে, ধার করে হলেও পথের কুকুর-বিড়ালদের জন্য খাবারটুকু তিনি ব্যবস্থা করেই দিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.