You have reached your daily news limit

Please log in to continue


করোনা আতঙ্কে ইরাক ছেড়েছে ফ্রান্স ও ব্রিটিশ সেনারা

ইরাকে মোতায়েন সব সেনাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত ফ্রান্স নিয়েছে বলে ফরাসি সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় জানায়।মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকে দেশটির প্রায় একশ’ সেনা মোতায়েন ছিল। তবে আইএসের বিরুদ্ধে কথিত বিমান হামলা ফ্রান্স অব্যাহত রাখবে বলেও জানান হয়।এদিকে, ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর মুখপাত্র দেশটির আস সাবাহ সংবাদপত্রকে বলেছেন, ফরাসি সেনারা এরইমধ্যে ইরাক ত্যাগ করেছে। এরআগে, করোনার কারণে গত সপ্তাহে ইরাকে মোতায়েন সেনাদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্যও। একই কারণ দেখিয়ে চেক সামরিক বাহিনী ইরাক থেকে তাদের সেনাদলও সরিয়ে নিয়েছে।ফরাসি সেনাদলকে ইরাক থেকে সরিয়ে নেয়ার বিষয়টি তাওয়া থেকে আগুনে ঝাঁপ দেয়ার ঘটনা হয়ে দেখা দেয় কিনা সে ধারণা করছেন অনেকেই। কারণ হিসেবে তারা বলেছেন, ফ্রান্সে ২৫ হাজারের বেশি ব্যক্তি করোনায় কবলে পড়েছেন আর মারা গেছেন তেরশ’রও বেশি। অন্যদিকে ইরাকে এ পর্যন্ত ৩৪৬ ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার বিষয় নিশ্চিত হওয়া গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন