
যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছে
এনটিভি
প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ২০:১৫
করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি লকডাউনে চলে যাওয়ার কারণে রেকর্ড সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের শ্রম অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২১ মার্চ পর্যন্ত প্রায় ৩৩ লাখ মানুষ বেকার থাকাকালে পাওয়া সুবিধার জন্য নিবন্ধন করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এর আগে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে ছয় লাখ ৯৫ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন বলে রেকর্ড কড়া হয়। দেশটির বিভিন্ন রেস্তোরাঁ, পানশালা, সিনেমা হল, থিয়েটার, হোটেল ও ব্যায়ামাগার বন্ধ ঘোষণার পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে চীন, ইতালি ও স্পেনের পর করোনা পরিস্থিতি নিয়ে এবার নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র