কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা: ভারতে ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্রণোদনা

সমকাল প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৬:৩৬

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।তিনি জানান, দেশের দরিদ্র মানুষের জন্যে এই সময় নগদ ও খাদ্যে ভর্তুকি দেবে মোদি সরকার। খবর এনডিটিভির বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতেই লকডাউন করা হয়েছে, আর এর জেরে সরাসরি ক্ষতিগ্রস্তদের স্বার্থ রক্ষায় পাশে দাঁড়াতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, দেশের দরিদ্রদের তাৎক্ষণিক সহায়তার জন্যে প্রস্তুত করা হয়েছে বিশেষ এই আর্থিক প্যাকেজ। এই সাহায্যপ্রাপ্তদের মধ্যে শহর ও গ্রামের দরিদ্র মানুষজন ছাড়াও রয়েছেন অভিবাসী শ্রমিকও।যারা নিজের জীবন ঝুঁকি নিয়ে করোনা পরিস্থিতিতে কাজ করছেন তাদের জন্যে জন প্রতি ৫০ লাখ টাকার মেডিকেল বিমা কভারেজ থাকছে এই প্যাকেজে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও