কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘আপনারা বাসায় থাকুন, খাবার পৌঁছে যাবে’

এনটিভি প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৬:০০

করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ হয়েছে সিনেমা হল, শুটিংও বন্ধ। বাসায় রয়েছেন তারকা শিল্পীরা। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সবাইকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরাও। তবে করোনাভাইরাস আতঙ্কে সবাই যখন ঘরে বসে আছেন, তখনো এফডিসিতে ঘুরে বেড়াচ্ছেন বুলু বারী, রানু বেগম, সালাম, বুরহান উদ্দিনের মতো এক্সট্রা শিল্পীরা।  এই শিল্পীদের নিয়ে সম্প্রতি এনটিভি অনলাইনের প্রকাশ করা হয় ‘করোনার চেয়ে ভাতের কষ্ট বেশি!’শিরোনামের একটি খবর।খবরটি পড়ে এনটিভি অনলাইনের সঙ্গে যোগাযোগ করে, পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন নায়িকা মিষ্টি জান্নাত। অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। গতকাল বুধবার রাজধানীর শাহবাগে সাধারণ মানুষের মাঝে মাস্ক, গ্লাভস, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। মিষ্টি জান্নাত বলেন, ‘বর্তমানে আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব ভালো নয়, কমেছে সিনেমা নির্মাণ, এ কারনে বেকার হয়ে পড়েছেন অনেক শিল্পী। অনেক শিল্পী ও কলাকুশলী অসচ্ছল হয়ে পড়েছেন। যে কারণে তাদের অবস্থা খুব একটা ভালো হওয়ার সুযোগ নেই। করোনার চেয়ে ভাতের কষ্ট বেশি! শিরোনামের খবরটি পড়ে শিল্পী হিসেবে খারাপ লেগেছে। যে কারণে আমার যতটা সামর্থ রয়েছে, ততটা পাশে দাঁড়াতে চাই। আমি চাল, পেঁয়াজ, ডাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু করোনাভাইরাসের কারণে জনসমাগম নিষেধ করেছে সরকার। তাই ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে মিষ্টি বলেন, ‘এখন সবার বাসায় সময় কাটনো উচিত। করোনাভাইরাস থেকে বাঁচার একটিইমাত্র উপায়। যে কারণে আপনাদের এফডিসিতে আসতে হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও