সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তনদের মাস্ক ও সাবান বিতরণ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তনদের উদ্যোগে এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার ও শহীদ রুমী স্মৃতি পাঠাগারের তত্ত্বাবধানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক তৈরি ও বিতরণ করা হচ্ছে। এছাড়া দেওয়া হচ্ছে হাত ধোয়ার জন্য সাবান। ঢাকার কড়াইল বস্তি (বনানী), নাখালপাড়া (তেজগাঁও), বিএনপি বাজার বস্তি (আগারগাঁও), কল্যাণপুর বাজার, খুলনার পাটকল শ্রমিক, সিলেটের চা-শ্রমিক ও যশোরের নওয়াপাড়া শ্রমিকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।মঙ্গলবার দিনব্যাপী নাখালপাড়ার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার কক্ষে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বোতলজাত করা হয়। পাঠাগার দুটির সদস্যদের সাথে একাজে অংশ নিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রাক্তন নেতা আশরাফুল হক মুকুল, মন্তাজ উদ্দিন, ডা. গোলাম রাব্বানী, অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবী, সাদরুল হাসান রিপন প্রমুখ।বুধবার বিকাল ৫টায় শহীদ রুমী স্মৃতি পাঠাগারের উদ্যোগে কড়াইল বস্তির ৫০০ পরিবারের মধ্যে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। সার্বিক নিরাপত্তা ও সতর্কতার সাথে এ কাজের তত্ত্বাবধান করেন রুমী স্মৃতি পাঠাগারের সভাপতি রাফসানুল আফসান সাজ্জাদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.