করোনা মোকাবিলায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী শামসুলের অনন্যা উদ্যোগ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৫:২৬
সারাবিশ্ব করোনা আতঙ্কে কাঁপছে। বাংলাদেশও আছে সর্বোচ্চ ঝুঁকিতে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন শ্রমজীবী ও অসহায়-দুঃস্থ মানুষরা। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে স্যানিটাইজার, মাস্কের বাজারে অপ্রাপ্যতা ও দুই থেকে তিন গুণ দাম বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই আক্রান্ত রোগীর ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। যেহেতু ভাইরাসটির এখনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি তাই মানুষে সচেতন না হলে এ ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার কোনো উপায় নেই।