মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘ধাঙড়’ শিরোনামের একটি মুক্তিযুদ্ধের গল্পে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও জাকিয়া বারী মম। নাটকটি আজ (২৬ মার্চ) রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে।নাটকটির গল্পে দেখা যাবে, ১৯৭১ সালের এক সকালে চা খাওয়ার জন্য ধাঙড় বা মেথর বস্তির সামনের ফুটপাতে বসে পাঁচু। হঠাৎ একটি পাকিস্তানি আর্মি জিপ এসে থামে। গাড়িতে তোলা হয় পাঁচুসহ বসে থাকা আরও একজনকে। তাদেরকে নিয়ে যাওয়া হয় কনসানট্রেশন ক্যাম্পে। সেখানে থাকা বন্দীদের মলমূত্র, লাশ, রক্ত- এসব পরিষ্কারের কাজ দেওয়া হয় পাঁচুকে। অনিচ্ছাসত্ত্বেও প্রতিদিন সে এই কাজ করতে থাকে।এরপর একদিন সেখানে ধরে আনা হয় অনিন্দ্যসুন্দরী একটি মেয়েকে। তাকে দেখেই পাঁচুর মন কেঁদে ওঠে। মেয়েটিকে রাখা হয় অন্য একটি ঘরে। প্রতিদিন তার রুমে ঢুকতে দেওয়া হয় না পাঁচুকে। ২-৩ দিনে একবার। তাও দরজার সামনে দাঁড়িয়ে থাকে পাকিস্তানি আর্মিরা। অত্যাচারিত মেয়েটির সংস্পর্শে এসে পাঁচুর মনে জেগে ওঠে মুক্তিকামী চেতনা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.