বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ঠিক আগের বছরটি নিয়ে আমাদের আকাশছোঁয়া আবেগ ও উচ্ছ্বাসে বিশ্বব্যাধি করোনাভাইরাসের ভয়ংকর অভিঘাত স্পষ্ট হয়ে উঠছে। অতি জনপ্রিয় মন্ত্রীদের করোনা নস্যাৎ করে দেয়া ভাষণ ও বক্তব্য সত্য হলে সন্তুষ্টির কারণ থাকত। বাগাড়ম্বর ও চাটুকারিতা বঙ্গীয় মুসলমান সংস্কৃতির অংশ হয়ে থাকতে পারে। পাকিস্তান আমলের সংসদে প্রেসিডেন্ট আইয়ুব খানের উপস্থিতিতে পূর্ববঙ্গীয় একজন মন্ত্রী তোয়াজের প্রমিত ভাষায় বলেছিলেন, গত রাতে তার স্ত্রী স্বপ্নে দেখলেন আইয়ুব খানকে দুনিয়াজাহানের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। সে আমলেও চাটুকারদের রাষ্ট্রনায়করা পছন্দ করতেন। তার পরও আইয়ুব খান তাকে ‘স্টুপিড’ বলে থামিয়ে দিয়েছিলেন। সংসদীয় কার্যবিবরণীতে তা এক্সপাঞ্জড হলেও স্মৃতি থেকে তা কি আর এক্সপাঞ্জ করা সম্ভব!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.