নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে মৃত্যুর রেকর্ড। এতে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জনে। এর মধ্য দিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ইউরোপের দেশ স্পেন।জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৭ জনের। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জনে। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৩৬৭ জন।সিএসএসই'র তথ্য অনুযায়ী, চীনের এখন পর্যন্ত করোনভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯১ জনের। অবশ্য আক্রান্তের দিক থেকে চীন এখনই বিশ্বের সব দেশের চেয়ে এগিয়ে। চীনের এখন পর্যন্ত কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭২৭ জন। এদের মধ্যে সেরে উঠেছেন ৭৪ হাজার ১৭৩ জন।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের ভেতরে দেশটির রাজধানী মাদ্রিদেই করোনাভাইরাস বেশি ছড়িয়েছে। তবে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়াতেও দ্রুতগতিতে ছড়াচ্ছে এই ভাইরাস।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.