করোনাভাইরাস জেঁকে বসেছে পুরো বিশ্বে। একের পর এক বাতিল হচ্ছে আন্তর্জাতিক সব ক্রীড়াযজ্ঞ। করোনা প্রকোপে টালমাটাল চিকিৎসা ব্যবস্থায় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন বিশ্বের তামাম ক্রীড়াবিদরা। ফুটবলার মেসি-রোনালদো কিংবা ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্ন সবাই নিজের জায়গা থেকে সামর্থ্যানুযায়ী নিজনিজ দেশকে সাহায্য করতে চেষ্টা করছে। সেই তাগিদে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররাও নিজেদের বেতনের অর্ধেক টাকাই দিয়ে দিলেন দেশের দুর্যোগখাতে। এবার টাইগারদের দেখানো পথেই হাটলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হর্তকর্তারা। বুধবার সন্ধ্যায় বিসিবির উদ্যোগের কথা গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির শীর্ষ দুই কর্মকর্তা। তবে উদ্যোগটি কি হবে তা পরিস্কার করে জানাননি তারা। এ ব্যাপারে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেন, ‘দেশের করোনা সংকটে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা বোর্ডের পক্ষ থেকে যতটা সম্ভব করব। তবে বিসিবি ঠিক কত টাকা দেবে? এ মুহূর্তে তা বলতে পারছি না। সেটা আমরা নিজেরা কথা বলে ঠিক করে নেব।’ বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘বোর্ড অতি অবশ্যই করোনা মোকাবেলায় সম্ভাব্য সব রকম সহযোগিতা করবে। তবে কিভাবে করবে? নগদ অর্থ দিয়ে না অন্য কোনোভাবে? সেটাই খুঁটিয়ে দেখা হচ্ছে।’ তিনি আরো জানান, ‘করোনাভাইরাস অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় যে ত্রাণকার্য পরিচালনার জন্য হয় ত্রাণ সামগ্রী না হয় নগদ অর্থ দেওয়া যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.