
[১] হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য দেয়া অর্ধেক ঠিকানাই ভুয়া
আমাদের সময়
প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ০৫:০০
সমকাল : [২] দক্ষিণ কোরিয়ার নাগরিক সি জং কিম ১৫ মার্চ বাংলাদেশে প্রবেশের সময় তার ঠিকানা উল্লেখ করেছেন, বাসা নম্বর ১২/২, ২ নম্বর রোড, খুলশী আবাসিক এলাকা। কিন্তু সরেজমিন গিয়ে দেখা যায়, ওই ঠিকানায় রয়েছে ১টি রেস্টুরেন্ট। সি জং কিম এ রেস্টুরেন্টের মালিক নন, মাঝে মাঝে খেতে আসেন শুধুমাত্র। অথচ এখানেই তিনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন …