বগুড়া, লক্ষ্মীপুর, বান্দরবান, বাগেরহাট, সিরাজগঞ্জ ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর—
বগুড়া: শেরপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। গতকাল এসব দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয় আরো ১৫ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ঘোগা বটতলা এলাকায় লবণবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় লবণবোঝাই ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা চার আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া বাসের ১১ জন যাত্রী আহত হয়।
হাইওয়ে পুলিশের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, নিহত চারজনই পুরুষ। তারা লবণবোঝাই ট্রাকের যাত্রী ছিলেন। তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.