'মহাভারতের যুদ্ধ জিততে ১৮ দিন লেগেছিল, করোনাজয়ে লাগবে ২১!'
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৫ মার্চ ২০২০, ১৮:১৬
nation: তিনি নিয়ে আসেন কাশীর প্রসঙ্গ। বলেন, 'এই সংকটের মুহূর্তে কাশী সবাইকে পথ দেখাতে পারে। কাশী সবাইকে শেখাতে পারে সংযম, সংবেদনশীলতা, সহনশীলতা, শান্তি, সাধনা, সেবা, সমাধান। কাশীর এই সামর্থ্য না থাকলে আর কার থাকবে?' বুধবার অবশ্য বারাণসীর বাসিন্দাদের প্রশ্নরেও জবাব দিয়েছেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে