![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/25/bc8913c05c9de23f6821e4bd7780a8ee-5e7b29557f64e.jpg?jadewits_media_id=1520356)
মুক্তির আনন্দে ছুটছে হুবেইয়ের মানুষ
প্রথম আলো
প্রকাশিত: ২৫ মার্চ ২০২০, ১৫:৪৭
মুক্তির আনন্দ বাঁধ মানে না। চীনের হুবেই প্রদেশের মানুষ তেমনি মুক্তির আনন্দে আজ বুধবার ছুটছে নিজ গন্তব্যে। প্রায় দুই মাসের বেশি সময় ধরে লকডাউন থাকার পর আজ তাদের মুক্তি। সেই স্রোতে মানুষ ট্রেন–বাসে ভিড় করে ছুটছে। প্রিয়জনকে এত দিন পর দেখবে বলে অনেকের মনে আনন্দ বাঁধ মানছে না।