‘সহানুভূতিশীল হোন, সংবেদনশীল আচরণ করুন’
এনটিভি
প্রকাশিত: ২৫ মার্চ ২০২০, ১৫:১৫
অন্য রোগীদের পাশাপাশি করোনাভাইরাস আক্রান্ত রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করার অনুরোধ করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘আপনারা সহানুভূতিশীল হোন। সংবেদনশীল আচরণ করুন। বিদেশ থেকেই আসলেই কিন্তু তারা করোনা আক্রান্ত নন।’ আজ বুধবার নিয়মিত প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন অধ্যাপক সেব্রিনা। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে। তবেগত ২৪ ঘণ্টায় নতুন করে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। মীরজাদী সেব্রিনা বলেন, ‘করোনাভাইরাসে এ কয়েকদিনে যারা মৃত্যুবরণ করে