You have reached your daily news limit

Please log in to continue


চলতি মাসেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ

করোনাভাইরাসের কারণে থমকে আছে ক্রীড়া বিশ্ব। স্থগিত করা হয়েছে অলিম্পিকের মত মেগা আসর। স্থবির হয়ে আছে ক্রিকেট বিশ্বও। একে একে সবগুলো দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের মত স্থগিত হচ্ছে ঘরোয়া আসরগুলোও। এমন বিরল এক পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও উঠেছে শঙ্কা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চলতি মাসেই সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেট টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করতে পারে। এই বছরই অস্ট্রেলিয়ায় গড়ানোর কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর। তবে মারণ ভাইরাস কোভিড-১৯’র তোপে স্তব্ধ হয়ে আছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে জেগেছে শঙ্কা। অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশই বাড়ছে। এমতাবস্থায় স্থানীয় সরকার দেশের আভ্যন্তরীণ সব কার্যক্রম স্থগিত করে দিয়েছে, এমনকি বাইরের দেশের সঙ্গেও সবধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের করোনাভাইরাস পরিস্থিতি অনুযায়ী, আক্রান্ত কোনো দেশই সহসা এই দুর্যোগ পুরোপুরি মোকাবেলা করতে সক্ষম হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিশ্বকাপের সময়েও করোনার প্রকোপ থাকার শঙ্কা তাই উড়িয়ে দেওয়া যায় না। সংগত কারণেই আইসিসি এখন থেকেই বিশ্বকাপ নিয়ে উদ্বিগ্ন। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশ্বকাপের বিষয়ে আপাতত একটি সিদ্ধান্ত নিতে চান আইসিসি কর্মকর্তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন