করোনা মোকাবিলায় দেশজুড়ে সশস্ত্র বাহিনী

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ১৯:৪২

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে সারাদেশে দায়িত্ব পালন শুরু করেছে সশস্ত্র বাহিনী। বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরগুলো এবং উপকূলীয় এলাকায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনা, নৌ ও বিমানবাহিনী কাজ শুরু করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করতে দেখা গেছে তাদের। বিস্তারিত জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে।মানিকগঞ্জদুপুরে মানিকগঞ্জ শহরে গাড়িতে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। এসময় জেলা পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। এর আগে গণবিজ্ঞপ্তি দিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক দুপুর থেকে শপিংমল, বাণিজ্যকেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, সাপ্তাহিক হাট, চায়ের দোকানের আড্ডাসহ জনসমাগম বন্ধ রাখার নির্দেশ দেয়। সকল ক্ষুদ্র ঋণ আদায় কার্যক্রমও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে খাদ্য সামগ্রী, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সকল দোকান কাঁচাবাজার, চিকিৎসা প্রতিষ্ঠান খোলা থাকবে।রাঙামাটিরাঙামাটিতে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত টিম করোনা প্রতিরোধে মাঠে নেমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও