বেতন-ভাতা দিতে ঋণের তহবিল চায় ডিসিসিআই
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বৈদেশিক মুদ্রার মজুতকে কাজে লাগিয়ে একটি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে। যেখান থেকে স্বল্পসুদে ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারবে।ডিসিসিআইয়ের প্রস্তাব অনুযায়ী, ওই তহবিল থেকে ঋণের সুদের হার হবে ১ শতাংশ। এ তহবিলটি গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ ছাড়া তারা আরও বেশ কিছু প্রস্তাব দিয়েছে। ঢাকা চেম্বারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার প্রস্তাবগুলো তুলে ধরা হয়। ডিসিসিআইয়ের প্রস্তাবগুলো হলো, ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী উৎপাদন খাতকে আগামী ১ বছরের জন্য ঋণের সুদ মওকুফ করা, অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতকেও রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) স্কিমের আওতায় আনা এবং ব্যাংকগুলোতে যাতে তারল্য সংকট দেখা না দেয় সে জন্য আগামী ১ বছরের জন্য ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআরের ন্যূনতম হার কিছুটা শিথিল করা। ডিসিসিআই বাংলাদেশ ব্যাংকের পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেওয়া ঋণ পরিশোধে শিথিলতা, ইডিএফ তহবিল থেকে ঋণ গ্রহণের সময়সীমা ও ‘ব্যাক টু ব্যাক’ ঋণপত্রের অর্থ পরিশোধের সময় বৃদ্ধির সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। ঢাকা চেম্বার অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে সমন্বয় করে ‘স্বল্পসুদের এম এসএমই অর্থায়ন সুবিধা’ তৈরি করার জন্য আহ্বান জানায়। তা ছাড়া অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত রক্ষায় বাণিজ্যিক ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস ও পানির ব্যবহার এবং লাইসেন্স নবায়নের ওপর আগামী ১ বছর পর্যন্ত মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) প্রত্যাহার করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে তারা।