কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


যে কারণে ফ্রান্সে ব্যাপক হারে ইসলামের প্রসার শুরু

ইসলামি বিশ্বাস অনুসারে, আদম হতে শুরু করে আল্লাহ প্রেরিত সব নবী-রাসূলরা ইসলামের বাণীই প্রচার করে গেছেন। ইসলাম শিক্ষা দেয়, ‘আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। ইসলাম মানব জাতিকে সঠিক পথ দেখায়।’ সারা বিশ্বে যুগে যুগে বহু মানুষ ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহন করেছেন। আর এরই ধারাবাহিকতায় এবার ফ্রান্সের প্রেসিডেন্ট জানালেন দেশটিতে ব্যাপক-আকারে ইসলামের প্রসার শুরু হয়েছে। তিনি বলেন, আমি হিজাব পরিহিতা সব নারীকে সম্মান করি। গত কয়েক বছর বিশ্বে অভিবাসনস্রোতের কারণে ফ্রান্সে ব্যাপক-আকারে ইসলামের প্রসার শুরু হয়েছে। ফ্রান্সে মুসলিম নাগরিকদের সংখ্যা সাড়ে চার হতে ছয় মিলিয়নের মতো। তিনি আরো বলেন, ইসলাম ধর্ম ফ্রান্সের জন্য অনেকটা নতুন। আমাদের অনেক নাগরিক ইসলামকে ভয় পায়, আমি তাদের বলবো, ঐক্যবদ্ধ থাকার জন্য প্রত্যেক বিশ্বাসীর স্বাধীনতার প্রতি সন্মান জানাতে হবে। হিজাব পরিধান বিষয়ে প্রশ্ন করা হলে ম্যাকরন বলেন, আমি হিজাব পরিহিতা প্রত্যেক নারীকে সম্মান করি। ফ্রান্সের প্রত্যেক নাগরিককে তাদের সন্মান করতে হবে, হিজাব নিষিদ্ধের সমর্ধক আমি নই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন