করোনাভাইরাস নিয়ে সতর্কতা হিসেবে গত এক সপ্তাহ ধরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে আছেন অভিনেত্রী জাকিরা বারী মম। অভিনয়ের ব্যস্ততা না থাকলেও করোনাভাইরাস নিয়ে সতর্কতার মধ্যে যাচ্ছে তাঁর দিনের বেশির ভাগ সময়। পরিবারের সবার কাছে থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখছেন। সচেতনতার সঙ্গে নিয়মকানুন মেনে চলতে চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরও সচেতন করছেন এই অভিনেত্রী। গত ১৮ মার্চ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখছেন মম। শুটিং বন্ধ করে দিয়েছেন তিনি। প্রয়োজনীয় নিয়ম মেনে বাসায় থাকছেন এবং পর্যাপ্ত ভিটামিন সি খাচ্ছেন। শুধু নিজে না, পরিবারের সবাই যেন এই সময়টায় সুস্থ থাকে, সেদিকে খেয়াল রাখছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে সবারই বাইরে যাওয়া বন্ধ। কাজের ব্যস্ততায় পরিবারের সবাইকে সেইভাবে সময় দেওয়া হয়ে ওঠে না। তাই সতর্কতার সঙ্গেই বাবা-মাসহ অন্যদের সময় দিচ্ছি। বই পড়ছি, সিনেমা দেখছি। আমাকে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করছেন তাঁদের সচেতন হতে উৎসাহিত করছি।’ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়টি নিয়ে মম বলেন, ‘করোনাভাইরাস আমাদের একার সমস্যা না। এটা বিশ্বের সবার সমস্যা। এটা একজনের মাধ্যমে সব মানুষের মধ্যে ছড়াতে পারে। তাই সমস্যা হলেও সবাইকে এই মুহূর্তে বাসায় থাকতে হবে। মনে রাখতে হবে, একজনের সমস্যা মানে সবার সমস্যা। আমি চাই না আমার পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধবদের কেউ এই ভাইরাসে আক্রান্ত হোক। আমাদের সবার জন্য সবার চেষ্টা করতে হবে যেন, এই ভাইরাস কোনোভাবেই যাতে মহামারির আকার ধারণ না করে। অন্যের মঙ্গলের জন্য হলেও আপনারা বাসায় থাকার চেষ্টা করবেন প্লিজ।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.