![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2019%2F11%2F11%2Fsagor_runi.jpg%3Fitok%3D9KLbuTfO)
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ৭২ বারের মতো পেছাল
এনটিভি
প্রকাশিত: ২৩ মার্চ ২০২০, ২৩:০৫
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৭২তম বারের মতো পিছিয়েছে। আগামী ৩০ এপ্রিল নতুন করে দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম শাহিনূর রহমান এ দিন নির্ধারণ করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ আসাদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক এ আদেশ দেন। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজা