
করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ রোধে ঘরবন্দি বা সংগনিরোধ প্রভৃতি প্রতিকারমূলক ব্যবস্থা প্রয়োগের তাগিদ এই সম্পাদকীয় স্তম্ভেই আমরা একাধিকবার দিয়েছি বটে; কিন্তু এই প্রশ্নও আমাদের সামনে এসে দাঁড়িয়েছে- যারা দিন এনে দিন খায়, তাদের কী হবে? বস্তুত সোমবার সমকালে প্রকাশিত একটি