![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F03%2F23%2Fnaila-1.jpg%3Fitok%3DSNT75Sbi)
‘বাসায় বসে আমার ছবি দেখো, তবু ঘরে থাকো’
এনটিভি
প্রকাশিত: ২৩ মার্চ ২০২০, ১৯:৩৫
বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্ক। স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে। এরই মধ্য একাধিক এলাকা লকডাউন করা হয়েছে। শুটিং বন্ধ। এ সময়টা নিজের পরিবারের সঙ্গে কাটাচ্ছেন তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা ভক্তদের উদ্দেশে পরামর্শও দিচ্ছেন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ করেছেন মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। সোশ্যাল মিডিয়ায় এ আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাসায় বসে বসে প্রয়োজনে আমার ছবি দেখো! তাও, Stay safe Stay home!