এলাচের যত গুণ
                        
                            বাংলা ট্রিবিউন
                        
                        
                        
                         প্রকাশিত: ২৩ মার্চ ২০২০, ১৮:১৩
                        
                    
                খাবারে স্বাদ বাড়াতে এলাচ ব্যবহার করা হয় প্রাচীনকাল থেকেই। নিজস্ব একটি সুগন্ধ যেমন আছে এই মসলার, তেমনি মানবদেহের জন্য বেশ উপকারীও এটি। বিপাক ও হজম ক্রিয়া উন্নত করার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে এলাচ।