![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/22/d91fb2b45e10be5ece82b0d85c6bbae5-5e779fdad398f.jpg?jadewits_media_id=1519671)
দরজা-জানালা বন্ধ করে শুটিংয়ের প্রস্তুতি
প্রথম আলো
প্রকাশিত: ২৩ মার্চ ২০২০, ০৮:০০
মন্দিরা নামে উত্তরার আরও একটি শুটিংবাড়িতে করোনা প্রতিরোধে সচেতনতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিজ্ঞাপনের শুটিং করা হয়। প্রয়োজনীয় বিবেচনায় সেই শুটিংটি করতে দেওয়া হয় বলে জানান এস এ হক অলিক। তবে বিকেল পাঁচটার পর বিজ্ঞাপনটির শুটিং শেষ হওয়ার কথা।