কলকারখানা বন্ধ না করে সম্মিলিত টাস্কফোর্স গঠন, রেসনিং ব্যবস্থা, থোক বরাদ্দ, কলকারখানার ভেতরে বাইরে স্বাস্থ্য বিষয়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একইসঙ্গে প্রতিটি কারখানায় ডাক্তারের ব্যবস্থা, শ্রমঘন এলাকাভিত্তিক কোয়ারেন্টাইনের দাবিও জানান নেতারা।