You have reached your daily news limit

Please log in to continue


বাসাবো মাঠের এত রূপ!

বাসাবো এলাকার বাসিন্দা সাব্বির আহমেদ হীরা। তার দুই সন্তান। কিন্তু সন্তানদের খেলার জন্য এলাকায় উপযোগী কোনো মাঠ ছিল না। এমনকি শিশুদের ছোটাছুটি করে বেড়ানোর জন্য খোলা জায়গাটুকু পর্যন্তও ছিল না। এই বিষয়গুলো ভেবে এতদিন তিনি বেজায় নাখোশ ছিলেন। তবে তার চাপা অসন্তোষ আনন্দ-উচ্ছ্বাসে রূপ নিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ বাসাবো খেলার মাঠকে নবরূপে সাজিয়ে প্রাণভরে শ্বাস নেয়ার সুযোগ দিয়েছে এলাকাবাসীকে। করে দিয়েছে শিশুদের হৈ-হুল্লোড়, খেলাধুলার সুযোগ। ঘরের পাশেই এমন সাজানো-নয়নাভিরাম মাঠ উচ্ছ্বাসে ভাসিয়েছে এলাকাবাসীকে। সেই উচ্ছ্বাস জাগো নিউজের কাছে প্রকাশ করছিলেন সাব্বির আহমেদ। তিনি বলেন, বাসাবো খেলার মাঠটি আধুনিক সুযোগ-সুবিধায় এমন দৃষ্টিনন্দন রূপ পেয়েছে যে, এলাকাবাসী আনন্দে ভাসছে। এমন নয়নাভিরাম মাঠ যে বাসাবোবাসী পাবে, সে কথা আমরা কখনো চিন্তাও করিনি। পার্কের রূপ দেয়া এই মাঠে আজ আমাদের সন্তানরা ছোটাছুটি করতে পারছে, খেলতে পারছে, হৈ-হুল্লোড় করতে পারছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন