বরিশালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোচিং, প্রধান শিক্ষকের জেল
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে করোনাভাইরাস আতঙ্কের মাঝে শিক্ষার্থীদের কোচিং করানোর অপরাধে বরিশাল নগরীর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কোচিংরত অবস্থায় প্রধান শিক্ষক মৃন্ময় বেপারীকে হাতেনাতে আটক করে। পরে তাকে তিনদিনে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সম্পর্কিত খবর করোনার কারণে চাকরি হারাচ্ছেন অনেক কর্মীএইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতকোয়ারেন্টাইন লঙ্ঘনে আমিরাতে ৫ বছরের কারাদণ্ড এর আগে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।