You have reached your daily news limit

Please log in to continue


করোনা সচেতনতায় মিলার পালা গান

ফিউশন ও লোক গান গেয়ে থাকেন জনপ্রিয় সংগীত শিল্পী মিলা ইসলাম। এবার সেই মিলা গাইছেন পালা গান। গানের কথা, ‘শোনেন শোনেন প্রতিবেশী, শোনেন দিয়া মন/ করোনা ভাইরাস আতঙ্ক, বাড়ছে সারাক্ষণ। সচেতন না হইলে, বিপদ আসন্ন/অবহেলা করলে হবে,জীবন বিপন্ন...।’ সম্প্রতি নিজের ফেসবুক পেজে বোন মিশা ও ভাই আরিফিনকে সঙ্গে নিয়ে করোনা সচেতনতায় পালা গানে কণ্ঠ দিয়েছেন মিলা। এ প্রসঙ্গে মিলা বার্তা২৪.কমকে জানিয়েছেন, দেশের এখন যে সার্বিক পরিস্থিতি এখনই আমাদের সবার সচেতন হওয়া দরকার। আমি একজন সংগীতশিল্পী হিসেবে আমার জায়গা থেকে সেই চেষ্টাটাই করেছি। এবারই প্রথম এরকম একটা পালা গান করলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন