করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। রেহাই পায়নি বাংলাদেশও। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। মাস্কের দাম আকাশছোঁয়া। অনেক ব্যবসায়ী মজুদ করে রেখেছেন অতি প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার। কাঁচা বাজার, সুপার শপ ও মুদি দোকানেও নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুণ। বাংলাদেশের লোভী ব্যবসায়ীদের ওপর ক্ষেপলেন তারকা পেসার রুবেল হোসেন। লোভী ব্যবসায়ীদের আসল ‘করোনাভাইরাস’ বললেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা স্ট্যাটাস দিয়েছেন রুবেল। তিনি লিখেছেন, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চীনে এত বড় একটা বিপর্যয় গেল, অথচ মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকার