![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/03/21/shafiul-islam-mohiuddin-210320-01.jpg/ALTERNATES/w640/Shafiul-Islam-mohiuddin-210320-01.jpg)
১৫ হাজার ভোটে এমপি হলেন আ. লীগের মহিউদ্দিন
নভেল করোনাভাইরাস আতঙ্কের মধ্যে অনুষ্ঠিত ঢাকা-১০ এর উপনির্বাচনে ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম পেয়েছেন ৮১৭ ভোট।অপর প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান পেয়েছেন ৯৭ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির কাজী মুহাম্মদ আব্দুর রহিম পেয়েছেন ৬৩ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী পেয়েছেন ১৫ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের মো. মিজানুর রহমান পেয়েছেন ১৮ ভোট। ঢাকা-১০ আসনের উপনির্বাচনে শনিবার ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে ইভিএমে ভোট দিচ্ছেন এক ভোটার। ছবি: আসিফ মাহমুদ অভি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়া ব্যারিস্টার ফজলে নূর তাপসের ছেড়ে দেওয়া এই আসনে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপনির্বাচনের ভোটগ্রহণ চলে।