কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শেষ নয়, সবকিছুর শুরু মাত্র

বছর দুয়েক আগে একটা খবরে পড়েছিলাম, বলিভিয়ায় একটা মুরগি কিনতে লাগছে ১৪৬টা টাকার বান্ডেল, দাম বলিভীয় মুদ্রায় ১ কোটি ৪৬ লাখ টাকা। খবরটা পড়েই হাত-পা হিম হয়ে গিয়েছিল। এই নিয়ে তিনবার, গত ১২ দিনে তিন দিন বাজারে এসেও কোনো সবজি পেলাম না। মাছ-মাংস সবই আছে, সবজি নেই। ছেলের ভাঙা সাইকেলটা টেনে টেনে ফিরি বাড়ির রাস্তায়। রাস্তায় কোনো রিকশা বা গাড়ি নাই। হেলিকপ্টারের মতো ভোঁ ভোঁ করতে করতে কানের পাশ দিয়ে উড়ে চলে যায় একটা বোলতা... ওহ! বোলতা না, একটা মশা। এই ডেঙ্গুর শহরে বোলতার চেয়েও ভয়ংকর। এক লাফে উঠে বসি বিছানায়, ঘুম ভেঙে যায়। কয়েক দিন ধরে দেখছি স্বপ্নটা। একই স্বপ্ন। দেখার সময়ও বুঝতে পারি, এটা স্বপ্ন, তবুও দেখতে থাকি, এরপর কী হয় দেখার জন্য!২০২০ কি সত্যিই তাহলে বিশে বিষ! মানুষের করোনা-আতঙ্কে ভেনিসের রাজহাঁস আর ডলফিনের ফিরে আসার খবরটা মিথ্যা জেনে মন খারাপ হয়ে যায়। চীনের উহানে যে হাতির দল মদিরা পান করে চা-বাগানের আলে ঘুমিয়ে ছিল বলে পড়েছিলাম, সেটাও নাকি সত্যি না। বৈশ্বিক পরিস্থিতি নিয়ে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকাসহ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় ও প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন। মুসলমানদের অন্যতম দিশারি দেশ সৌদি আরবের মক্কা-মদিনায় জুমার নামাজ স্থগিত রাখা হয়েছে। অথচ আমার বাড়ির উল্টোদিকের মসজিদে ঘোষণা দিল, ‘সরকারি ঘোষণা অনুযায়ী মুসল্লিরা বাড়ি থেকে অজু করে আসবেন।’ যেন সমস্যা শুধু পানিতে, পাশাপাশি গায়ে গা লাগিয়ে নামাজ পড়ায় কোনো ঝুঁকি নেই! অথচ তিন দিন আগের খবর, অন্যতম মুসলিমপ্রধান দেশ মালয়েশিয়ার দুই-তৃতীয়াংশ করোনা রোগী আক্রান্তই হয়েছেন তাবলিগের তাঁবুতে। সাড়ে ছয় কোটি বছর আগে একদিন হঠাৎ উল্কাপাত হয়েছিল। আর সেই উল্কাপাতে শেষ হয়েছিল ডাইনোসরদের ১৮ কোটি বছরের রাজত্ব, এই পৃথিবীতে। তারপর পৃথিবীকে একসঙ্গে চ্যালেঞ্জ করে, একই মারণাস্ত্রে আঘাত করে এ রকম কোনো দুর্যোগ এর আগে ঘটেছিল কি? ২০১৪ সালে হলিউডে বানানো ড্যারেন আরনফস্কির ‘নোয়াহ’ ছবির ডায়ালগ মনে পড়ছে, ‘একদিন বাবা বলেছিলেন, মানুষ যদি তার স্বেচ্ছাচার চালিয়ে যায়, তাহলে ঈশ্বর একদিন এই পৃথিবী ধ্বংস করে দেবেন!’ ঈশ্বরের কাজ আমরা কমিয়ে দিয়েছি, জলবায়ু পরিবর্তন নিয়ে হঠকারিতা চলছে অনেক দিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন