স্প্যানিশ ফ্লু থেকে করোনা, মাস্কই ভরসা আবার অপরাধীর মুখোশ!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২১ মার্চ ২০২০, ১৭:৩৩
করোনার মতোই মহামারি এক ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বে। ঘাতক ওই ফ্লু থেকে বাঁচার কোনো উপায় জানা ছিল না কারো। তখন এই রোগের চিকিত্সার জন্য কোনো কার্যকরী ওষুধ বা ভ্যাকসিন ছিল না। ঠিক এখন যেমন করোনাভাইরাস প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। শুধু মাস্ক ও ব্যক্তিগত সচেতনতাই ছিল ভাইরাস থেকে বাঁচার অন্যতম পন্থা।