টেকনিক্যাল কারণে ভোট দিতে প্রবলেম হয়েছে : মহিউদ্দিন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ মার্চ ২০২০, ১৪:০৮

‘টেকনিক্যাল কারণে ভোট দিতে প্রবলেম হয়েছে। আমি অনেকক্ষণ থাকায় অন্য ভোটারদের ঢুকতে প্রবলেম হচ্ছে দেখে নিজেই চলে যাচ্ছি। টেকনোলজিতে এমন সমস্যা হয়। গত ঢাকা সিটি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও এমনটি হয়েছিল।’ শনিবার (২১ মার্চ) ঢাকা-১০ আসনের উপনির্বাচনে কলাবাগানের লেক সার্কাস গার্লস স্কুলে সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত চেষ্টা করেও ভোট দিতে না পেরে চলে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক একটি সমস্যা নিয়ে আমরা নির্বাচন করছি। এবারের নির্বাচনে আমরা বড় কোনো সভা করিনি। আমাদের পাঁচটি সভা করার অনুমতি ছিল। মানুষের কল্যাণের কথা বিবেচনায় রেখে আমরা সভা করিনি। প্রতিটি কেন্দ্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার দেয়া হয়েছে। আমাদের পরিস্থিতি এখনও ওই লেভেলে যায়নি।’ ভোটারদের উদ্দেশে কী বলবেন জানতে চাইলে তিনি বলেন, করোনা আতঙ্কের মধ্যেই অনেকে কাজ করেছেন। সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। ঠিকমতো সুরক্ষা মেনটেইন করলে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হবে। যথেষ্ট পরিমাণে সর্তকতা অবলম্বন করেই ভোট দেবে ভোটাররা। তিনি বলেন, বাংলাদেশে এখনও জুমার নামাজ বন্ধ করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও