করোনাভাইরাস পজেটিভ হওয়ার পর সৌদি আরবের বাদশাহ ফয়সাল হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কেবল জরুরি সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজসহ রাজপরিবারের সদস্যরা এই হাসপাতালে চিকিৎসা নেন। শুক্রবার মেডিকেল সূত্রের বরাতে মিডল ইস্ট আই এমন খবর দিয়েছে। দেশটিতে সবচেয়ে বড় হাসপাতালগুলোর মধ্যে এটি অন্যতম। এতে প্রায় এক হাজার শয্যা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত অন্তত হাসপাতালটি বন্ধ রাখা হবে। এর আগে সহকর্মী ও রোগীদের সংস্পর্শে আসেন এক অনুভূতিনাশক প্রয়োগকারী ওই নারী। কার্যক্রম পরিচালনার সময় ওই নারী পড়ে যান। তিনি বাড়িতে গৃহকর্মীর কাছ থেকে ভাইরাস নিয়ে এসেছেন বলে সন্দেহ করা হচ্ছে। অবেদন প্রয়োগকারী বিভাগের কর্মীদের বাড়িতে আইসোলেশন করে রাখা হয়েছে। তারা পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের ভেতরের অন্তত ১২ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু সীমিত পরীক্ষার কারণে সঠিক সংখ্যাটি জানা সম্ভব না। হাসপাতালটির চারটি ফটক বাদে বাকিগুলো বন্ধ করে দেয়া হয়েছে। আর পরস্পরকে নজরদারির দায়িত্ব দেয়া হয়েছে পরস্পরের ওপর। সূত্র জানায়, তারা নিয়মিত সব চিকিৎসা কার্যক্রম স্থগিত করেছেন। এতে হাসপাতালটির কার্যক্রম অচল হয়ে পড়েছে। এটি সৌদির সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ হাসপাতাল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.