২০১৬ সালের পর তামার সর্বনিম্ন দাম
                        
                            বণিক বার্তা
                        
                        
                        
                         প্রকাশিত: ২১ মার্চ ২০২০, ০১:০২
                        
                    
                তামার বাজারে বড় ধরনের দরপতন বজায় রয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বৃহস্পতিবার ব্যবহারিক ধাতুটির দাম কমে চার বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এদিন প্রতি টন তামা ৪ হাজার ৭০০ ডলারের নিচে বিক্রি হয়েছে। নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর জের ধরে চাহিদা ও বেচাকেনা কমার আশঙ্কা থেকে গত এক মাসে তামার দাম টনপ্রতি ১ হাজার ডলারের বেশি কমেছে। খবর মেটাল বুলেটিন।
- ট্যাগ:
 - ব্যবসা ও অর্থনীতি
 - দাম কম
 - তামা