You have reached your daily news limit

Please log in to continue


লকডাউন? না কি লুকআউট?

লেখক সাখাওয়াত টিপুর সঙ্গে আমি একমত হলাম। ‘কোয়ারেন্টিন’ শব্দটাকে মানুষ ভয় পায়। যে শব্দটা মানুষের মনে আতঙ্ক তৈরি করে, সেই শব্দ দিয়ে মানুষের সঙ্গে আপনি যোগাযোগ (কমিউনিকেট) করবেন কিভাবে? মানুষকে কোনো কিছুর জন্য উদ্বুদ্ধ করবেন কিভাবে? সাখাওয়াত টিপু ঢাকার বাস্তব ঘটনার উদাহরণ দিয়ে বললেন, ‘এইখানে (বাংলাদেশে) এমন শব্দ ব্যবহার করলে মানুষ/রোগী ভয় পেয়ে যায়। দুই/তিন পত্রিকায় নিউজ দেখলাম, কোয়ারেন্টিনের ভয়ে রোগী পালিয়ে গেছে!’ ‘করোনাভাইরাসের লক্ষণ আছে’ জানার পর ঢাকার কোনো একটি হাসপাতাল থেকে রোগী পালিয়ে গেছে— এমন একটি সংবাদ পত্রিকায় পড়েছিলাম। অনেকবার ভেবেছি, অসুস্থতার খবর জানার পর চিকিৎসকের কাছ থেকে রোগী পালাবে কেনো? সাখাওয়াতের ব্যাখ্যানুসারে রোগী পালিয়েছে আতঙ্কে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন