আন্তর্জাতিক আঙিনায় অভিষেক ২০১৪ সালের শেষ দিকে। ওয়ানডেতেও অভিষেক হয়েছে তখনই। কিন্তু এই সাড়ে পাঁচ বছরে মাত্র ৯টি ওয়ানডে খেলেছেন তাইজুল। টি-টোয়েন্টি খেলেছেন ২টি। মূলত টেস্ট বোলার হিসেবেই পরিচিতি হয়েছে তাইজুলের। টেস্ট খেলে ফেলেছেন অনেকগুলো। পরিসংখ্যানও ভালো, ২৯ টেস্টে উইকেট ১১৪টি। তার মানে কি ওয়ানডেতে ব্যর্থ বাঁহাতি এই স্পিনার? তেমনটাও কিন্তু বলার উপায় নেই। ৯টি ওয়ানডে খেলেছেন, উইকেট ১২টি। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতেই জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিকও করেছিলেন। তারপরও সাদা বলের ফরমেটে নিয়মিত হতে পারেননি। কেন রঙিন পোশাকে সেভাবে সুযোগ দেওয়া হয়নি তাকে? তাইজুল বলেন, ‘আমি কারণটা জানি না। তবে এটা তো আমার সিদ্ধান্তের ব্যাপার নয়। হয়তো তারা (ম্যানেজম্যান্ট) তখন ভেবেছেন আমি এটা পারব না অথবা ওয়ানডের জন্য আমি প্রস্তুত নই। অভিষেকে হ্যাটট্রিক করেছিলাম, তবে সেটা বড় দলের বিপক্ষে নয়। হয়তো সেটা তেমন গুরুত্ব বহন করে না। হয়তো আমি বড় দলের বিপক্ষে তেমন ভালো করতে পারিনি। তারা হয়তো ভেবেছেন যখন প্রস্তুত হব, তখনই দলে নেবেন। এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’ ভাগ্যে যা লেখা আছে, সেটা এক সময় না এক সময় পাওয়া যাবে-বিশ্বাস করেন তাইজুল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.