You have reached your daily news limit

Please log in to continue


করোনায় পেছাল এডিবির বার্ষিক বোর্ড সভা

কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন দেশের ভ্রমণ বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা বোর্ডের সভা পেছানো হয়েছে। আজ শুক্রবার বৈঠক আয়োজক কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ড মিটিং দুই অংশে অনুষ্ঠিত হবে। প্রথম অংশ ২২ মে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির সদরদপ্তরে অনুষ্ঠিত হবে। এখানে শুধু ম্যানিলায় অবস্থিত গভর্নরদের প্রতিনিধিরা অংশ নেবেন। এরপর পূর্ণ বাৎসরিক সভাটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার ইনচিওন শহরে। এ বৈঠক চলবে ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এটি অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত থাকবে। আজকের আগে যাদের রেজিস্ট্রেশন নিশ্চিতকরণ ইস্যু করা হয়েছে সেগুলো বাতিল হয়ে যাবে। ইনচিওনে অনুষ্ঠেয় বৈঠকে অংশ নিতে এডিবির পক্ষ থেকে নতুন করে আমন্ত্রণপত্র ও রেজিস্ট্রেশনের বিস্তারিত পাঠানো হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন