You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচন না করোনা ছড়ানোর উদ্যোগ?

ডয়চে ভেলেকে ঠিক এ কথাই বলেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম৷ তিনি আরো বলেন, ‘‘নির্বাচন না হলে বরং উল্টো আতঙ্ক ছড়াবে। বিশ্বে খারাপ মেসেজ যাবে। আমাদের এখানে এখনো তেমন কিছু হয়নি। নির্বাচন করাই ভালো।'' কিন্তু আইইডিসিআর বলেছে এই নির্বাচনের কারণে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা আছে। শনিবার বাগেরহাট-৪ও এবং গাইবন্ধা-৩ আসনে উপ-নির্বাচন  হবে। নির্বাচন কমিশনের যুক্তি, প্রচার-প্রচারণার ওপর আগেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর উপ নির্বাচনে ভোটারও কম যায়। যারা ভোট দিতে আসবেন, তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারসহ সব  স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর বলেন, ‘‘ভোটাররা হাত ধুয়ে ভোট দেবেন। ভোট দিয়ে আবার হাত ধোবেন।'' এদিকে বাংলাদেশে আরো তিনজন করোনায়  আক্রান্ত হয়েছেন। এখন করোনা রেগীর সংখ্যা ২০। একজন মারা গেছেন। এ পর্যন্ত আইসোলেশনে আছেন ৭৭ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৯৩ জন। আর সারাদেশে হোম কোয়রান্টিনে আছেন ১০ হাজার। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৫ জন। করোনায় সবচেয়ে বিপর্যস্ত দশ দেশ ১০. জার্মানি মোট আক্রান্ত ১৫ হাজার ৩২০জন৷ মারা গেছেন ৪৪জন৷ সুস্থ হয়েছেন ১১৫জন৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন