![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/03/20/33dfb3dd6ca998bb92286292593141cc-5e74b7916f7a5.jpg?jadewits_media_id=1519018)
করোনাযুদ্ধে জয়ী হতে যুক্তরাষ্ট্র থেকে টনির বার্তা
প্রথম আলো
প্রকাশিত: ২০ মার্চ ২০২০, ১৮:২৮
করোনাভাইরাসে আতঙ্কিত পুরো পৃথিবী। আক্রান্ত দেশের মানুষকে সচেতন করতে নানাজন নানাভাবে প্রচার চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকা অভিনয়শিল্পী টনি ডায়েস ভিডিওবার্তায় করোনাযুদ্ধে জয়ী হতে করণীয় কী সে বিষয়ে পরামর্শ দিয়েছেন। তারকা হিসেবে সামাজিক দায়িত্ববোধ থেকে এমনটা করেছেন তিনি।