যারা সঙ্গরোধে থাকবেন, তাদের বিরক্ত করা যাবে না। বাড়িতে লোকজনকে ভিড় করতে দেওয়া যাবে না। তাদের খাবার বাটি, প্লেট, পানির গ্লাস আলাদা রাখতে হবে। এছাড়া পোশাক সবসময় পরিষ্কার রাখতে হবে। একইসঙ্গে এসব জিনিস অন্য কেউ ব্যবহার করবেন না। এরপরেও এসব পরামর্শ না মানলে সরকার আরও কঠোর হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে কোভিড-১৯ বা করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব পরামর্শ দেন।স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘পোস্টার ও লিফলেট দিয়ে আমরা প্রচার করছি। তারপরও বলছি একটি টিস্যু পুনরায় ব্যবহার করা যাবে না। হাঁচি-কাশির পর সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। সামান্য জ্বর বোধ করলেও ঘরে থাকবেন। জরুরি প্রয়োজন হলে মাস্ক পরে যাবেন। এছাড়া আপনাদের (সাংবাদিক) মাধ্যমে টেলিভিশন ও পত্রিকায় প্রচারণার মাধ্যমেও সবাইকে সচেতন করছি।’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.