![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/assets/news_photos/2020/03/20/image-138689-1584695505.jpg)
ইতালিতে মর্গ-কবরস্থানে ঠাঁই নেই, পুড়ানো হচ্ছে মরদেহ
ইত্তেফাক
প্রকাশিত: ২০ মার্চ ২০২০, ১৫:০২
করোনা ভাইরাসে প্রতিদিন শত শত মানুষের মৃত্যু হচ্ছে ইতালিতে। এসব মরদেহ উপচে পড়ছে দেশটির মর্গগুলোতে । দাফনেরও জায়গা নেই ইতালির কবরস্থানগুলোতে। আর তাই মরদেহগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার।