করোনার নিরাপত্তা সরঞ্জামের দাবিতে রামেকে চিকিৎসকদের কর্মবিরতি
এনটিভি
প্রকাশিত: ১৯ মার্চ ২০২০, ১৮:৩৫
সন্দেহভাজন করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাকালে নিজেদের স্বাস্থ্য নিরাপত্তায় অ্যাপ্রনসহ (পোশাক) প্রয়োজনীয় সরঞ্জামের দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু করেন তাঁরা। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান জানান, হাসপাতালে ২০০ জন ইন্টার্ন চিকিৎসক আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি। হাঁচি-কাশিসহ সব ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। তাঁদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তাহীন অ