কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনা রোগীদের জন্য প্যারাসিটামল আসলেই কি মারাত্মক?

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে যেমন নির্ভরযোগ্য বিশেষজ্ঞ পরামর্শ আসছে, তেমনি পাশাপাশি নানাধরনের ভুয়া খবর এবং অনির্ভরযোগ্য তথ্যও ছড়িয়ে পড়ছে অনলাইনে। সম্প্রতি অনলাইনে এমন খবর ঘুরছে যে, করোনাভাইরাস হলে আইবুপ্রুফেন ওষুধ ঝুঁকির মাত্রা আরো বাড়িয়ে দেবে। আসলেই কি তাই? বিবিসির রিয়ালিটি চেক বিভাগকে চিকিৎসা বিশেষজ্ঞরা করোনাভাইরাসের উপসর্গ মোকাবেলার জন্য আইবুপ্রুফেন না খাওয়ার পরামর্শই তারা দিচ্ছেন। তবে তারা একথাও বলেছেন যে, যারা শারীরিক সমস্যার জন্য ইতোমধ্যেই আইবুপ্রুফেন খাচ্ছেন, তারা যেন চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ খাওয়া বন্ধ না করেন। বিবিসির রেচেল শ্রেইয়ার, জ্যাক গুডম্যান এবং অ্যালিস্টেয়ার কোলম্যানের রিপোর্টে বলা হয়েছে, অনেকেই ব্যথা বা প্রদাহ উপশমের জন্য আইবুপ্রুফেন খান। সাধারণত জ্বর বা ঠাণ্ডা লাগার মত উপসর্গ উপশমের জন্য প্যারাসিটামল এবং আইবুপ্রুফেন দুটোই ভাল কাজ করে। তাপমাত্রা কমাতে ওষুধ দুটি বেশ উপযুক্ত। তবে বিবিসির বিশেষজ্ঞরা বলছেন, আইবুপ্রুফেন এবং স্টেরয়েডবিহীন অন্য প্রদাহনাশক ওষুধ সবার জন্য উপযুক্ত নয়। এসব ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে; বিশেষ করে যাদের হাঁপানি, হৃদরোগ এবং রক্ত সঞ্চালনে সমস্যা আছে। যদিও যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বা এনএইচএস-এর ওয়েবসাইটে আগে পরামর্শ দেওয়া হয়েছিল, করোনাভাইরাস জ্বরে প্যারাসিটামল এবং আইবুপ্রুফেন দুটোই খাওয়া যেতে পারে। কিন্তু পরে তারা তাদের পরামর্শ বদলে দিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন